আমরা শিশুর পরিপূর্ণ বিকাশের সমস্ত দিকগুলিতে মনোনিবেশ করব। আমাদের বিদ্যালয় অন্যান্য ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন'(ইসিই) প্রতিষ্ঠানগুলির উন্নয়নের মাইলফলকগুলিকে অনুসরণ করে আমাদের বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। শিশুদের শিক্ষার ভিত্তি সঠিকভাবে তৈরী হলে তা ভবিষ্যতে এক বড় সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যেতে পারে। বিভিন্ন শিক্ষা বিষয়ক গবেষণায় দেখা গেছে যে, উন্নত মানের প্রাথমিক শিক্ষা যে কোন শিক্ষার্থীর পরবর্তী কালে উচ্চশিক্ষায় তার ফলাফলকে উন্নততর করতে সহায়ক হয়। আমাদের স্কুল প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক উন্নয়ন, তার ভাষাগত জ্ঞান বৃদ্ধি, জ্ঞানগত বিকাশ, সামাজিক বিকাশ, সংবেদনশীলতার বিকাশ ও শিশুর সৃজনশীলতা এবং নান্দনিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে উদ্যোগী।
আমাদের স্কুল
বিদ্যালয়ের লক্ষ্য ও ভাবনা
আমাদের স্কুলের সাথে আপনার সম্পর্ক
বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে
ফ্রি ওয়ার্কশপ
শিক্ষক সহায়তা
শিশু শিক্ষা সংক্রান্ত শিক্ষা-সামগ্রী দিয়ে সহায়তা
আমাদের “প্লে-গ্রাউন্ড”
এভাবেই চলছে আমাদের পথ চলা।
প্রথিতযশা সঙ্গীত-শিল্পী থেকে চিত্রকর, শিক্ষক থেকে শিল্পী, এদের সাথে আমাদের কাজের, শেখার, ও জানার অভিজ্ঞতা। হয়তো হাতে গুনলে সংখ্যায় খুবই কম মনে হবে, কিন্তু যে অভিজ্ঞতা আর আনন্দ আমরা পেয়েছি, তা ভাষায় বা সংখ্যায় ধরে রাখা অসম্ভব। আমরা আমাদের ভাবনা, অভিজ্ঞতা ও শিক্ষা- তুলে ধরছি আপনাদের কাছে। আর চাই আপনারাও সামিল হোন আমাদের এই জার্নি-তে।
আমাদের পথ চলার শুরু
আমাদের কথা
তাহাদের কথা
বৈজ্ঞানিক ও ডাক্তার অশোক মালের কাহিনী
রোহিণীর কথা
এক ইউটিউবারের স্বপ্ন-পূরণের গল্প
টিফিন বাক্সের বই- গ্রামীন শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে আমাদের প্রয়াস
“টিফিন বাক্সের বই” – হল আমাদের সেই চ্যালেঞ্জ সমাধানের জন্য একটি পরীক্ষামূলক প্রচেষ্টা। আপনারা ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে বাকীদের সাথে শেয়ার করুন।
বিদ্যাসাগর নার্সারি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান , ২০২২
বিগত বছরের COVID-19 মহামারীর কারণে আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান আমরা করে উঠতে পারিনি। তাই এক বছরের বিরতির পর আমরা আমাদের বার্ষিক সাংস্কৃতিক দিবস উদযাপন করছি. তুরীয় ফাউন্ডেশনের কর্ণধার শ্রী সন্দীপ মাইতির বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ের বিগত এক বছরের পথ চলা, শিক্ষা ভাবনা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে জেনেছি।
লার্নিং কিট - আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা
মেকারস ক্যাম্প-২০২১
বিদ্যাসাগর নার্সারি স্কুল , ২০২১-২০২২
“স্কুলের-গান”-তৈরির গল্প
অ্যালেক্সার সাথে একদিন- “টেকনোলজি ফর গুড”
“নৃত্য-শিক্ষা”র মাধ্যমে
একটি ৩ বছরের শিশু ও “লার্নিং-কিট” - প্রথমবারের অভিজ্ঞতা ও শিক্ষা
ওয়ার্কশপ
ক্লাস-রুম
আমাদের শিক্ষক-শিক্ষিকারা
~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অনিমেশ দাস
“আমাদের গ্রামের সব শিশুরা… যাতে তারা আন্তর্জাতিক মানের শিক্ষা এই গ্রামে বসে পাঠ্য পুস্তকের বাইরে বেরিয়ে টেকনোলজির সাহায্যে পেতে পারে, তার চেষ্টা আমরা করছি। আমাদের স্কুলের সব শিশুদের নতুন নতুন শিক্ষা পদ্ধতির ব্যবহারের মাধ্যমে যেমন… খেলার সাহায্যে, গানের, নাচের সাহায্যে, নতুন অভিজ্ঞতার সম্মুখীন করানো আমাদের লক্ষ্য। ”
মঞ্জুশ্রী মাইতি গায়েন
“শিক্ষাই তো সবকিছু। একজন শিক্ষক-ই পারে একটা নতুন সমাজ গড়ে তুলতে…”
মামনি কর
“প্রথম যখন ওরা স্কুলে আসে ওদের মন খারাপ হয়…তখন আদর দিয়ে, খেলার ছলে পড়ানো, গল্প বলা এইভাবেই শুরু করি… তারপর ধীরে ধীরে এক-দু মাসের মধ্যে যখন ওরা মোটামুটি বন্ধু হয়ে যায় আমার, তারপর থেকে আমার পড়ানো শুরু হয়। ”
বকুল প্রামাণিক
“আমি নিজে যা পড়েছি, তা যেন চর্চার অভাবে ভুলে না যাই… আর আমার বাচ্চাকেও যাতে আমি শেখাতে পারি এবং তার সাথে সাথে আরও যে গ্রামের বাচ্চারা আছে তাদের… সেই ভেবেই আমি স্কুলে পড়ানো শুরু করেছি।”
জ্যোৎস্না মাইতি বেরা
“মহিলারা তো শুধু পড়াশোনা করে ঘরবন্দী হয়ে থাকলে চলবে না, তাঁদের স্বাধীনতা বলতে কিছু থাকবে তো! তারা যদি চায় যে আমাদের পড়াশুনাকে আমরা কাজে লাগাব, তবে তারা স্কুলে কেন, ১০টা বাচ্চাও যদি নিজেরা পড়াতে শুরু করে, তবেই হবে।”
ঝিলু খাটুয়া সাউ
“স্কুলের বাচ্চাদের বাবা-মায়েদের কাছে আমার একটাই আবেদন, আমরা শিক্ষক হিসাবে চেষ্টা করছি আপনার সন্তানকে শিক্ষিত করে তোলার, কিন্তু আপনারাও যদি এগিয়ে আসেন, আর নিজের বাচ্চাকে পড়াশুনার জন্য সময় দেন, তবে আমি নিশ্চিত, আমাদের স্কুলের প্রত্যেক শিশু ভবিষ্যতে একজন ভালো শিক্ষিত মানুষ হয়ে উঠবে।”
তনুশ্রী মিদ্যা দাস
“আমাদের স্কুলে গরীব বাচ্চাদেরও পড়ানো হয়… তাদের স্কুল ফি দেওয়ার জন্য জোর করা হয় না, তারা যা পারে তাই দেয়। স্কুলের সব বাচ্চাদেরই আমি আমার নিজের সন্তানের মতো ভালবাসি। পড়ানোর সময় আমি ওদের বন্ধু হয়ে যাই, ব্যাস।”