আমাদের স্কুল

যে কোন শিশুর জীবনের শুরুর বছরগুলি তার ভবিষ্যতের বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর মস্তিষ্কের ৯০% তার ছয় বছর বয়সের আগেই বিকশিত হয়। আমাদের বিদ্যালয়ে শিশু-শিক্ষার শুরুর বছরগুলিতে গ্রামীণ ভারতের যে “পাঠ্যপুস্তক ভিত্তিক রোটো শিক্ষা”- তার বিকল্প হিসাবে “এক্সপেরিয়েনশিয়াল-লার্নিং”-এর মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। 

আমরা শিশুর পরিপূর্ণ বিকাশের সমস্ত দিকগুলিতে মনোনিবেশ করব। আমাদের বিদ্যালয় অন্যান্য ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন'(ইসিই)  প্রতিষ্ঠানগুলির উন্নয়নের মাইলফলকগুলিকে অনুসরণ করে আমাদের বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। শিশুদের শিক্ষার ভিত্তি সঠিকভাবে তৈরী হলে তা ভবিষ্যতে এক বড় সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যেতে পারে। বিভিন্ন শিক্ষা বিষয়ক গবেষণায় দেখা গেছে যে,  উন্নত মানের প্রাথমিক শিক্ষা যে কোন শিক্ষার্থীর পরবর্তী কালে উচ্চশিক্ষায় তার ফলাফলকে উন্নততর করতে সহায়ক হয়। আমাদের স্কুল প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক উন্নয়ন, তার ভাষাগত জ্ঞান বৃদ্ধি, জ্ঞানগত বিকাশ, সামাজিক বিকাশ, সংবেদনশীলতার বিকাশ ও শিশুর সৃজনশীলতা এবং নান্দনিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে উদ্যোগী। 

বিদ্যালয়ের লক্ষ্য ও ভাবনা

null

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য “সামগ্রিক-শিক্ষা” (হোলিস্টিক এডুকেশন) - পাঠ্যপুস্তক বাদ দিয়ে

আমাদের স্কুলের শিক্ষা পদ্ধতি “পরীক্ষামূলক শিক্ষা”-র দিকে মনোনিবেশ করবে। যাতে শিশুরা তাদের শারীরিক এবং সামাজিক জানা-বোঝার পাশাপাশি স্থানীয় যে সাংস্কৃতিক শিকড়ের জ্ঞান-, তা সম্পর্কে জেনে একজন শিক্ষিত মানুষ হয়ে উঠবে। সঠিক শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের এই যৌথতা তাদের সুদৃঢ় ভবিষ্যতের জন্য তৈরি করবে।
null

শিশু(নার্সারি) শিক্ষার ক্ষেত্রে “প্রামাণ্য শিক্ষা পদ্ধতির” সঠিক ব্যবহার

একটি শিশুর কাছে ভাষা শেখার ও বোঝার নানা দিক থাকে, যেমন তার জানা শব্দভাণ্ডার, তার মুখস্ত করার ক্ষমতা, বাক্য নির্মাণ, সঠিক ভাবে নামকরণ করার ক্ষমতা ইত্যাদি- এই পরিমাপকগুলির সাহায্যে আমরা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলি নেওয়ার দিকে নজর দেব। প্রত্যেক শিশুর সামাজিক ও মানসিক চেতনা বিকাশ ঘটানোই আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের মূল উদ্দেশ্য। আমরা স্কুলে শিশুদের জন্য এক সচেতনতার পরিবেশ তৈরি করব যা তাদের প্রি-একাডেমিক দক্ষতা (প্রি-রিডিং, প্রি-রাইটিং এবং প্রি-ম্যাথসে) বিকাশে সহায়ক হবে।
null

গ্রামের সদস্যদের মধ্যে সার্বিকভাবে শিক্ষা পদ্ধতির প্রসার

আমরা “কী এডুকেশন ফাউন্ডেশন”, “অক্ষর ফাউন্ডেশন” এবং “বিক্রমশিলা ফাউন্ডেশন” ইত্যাদি সংস্থাগুলির সহায়তা পাব যারা শিশু শিক্ষা নিয়ে কাজ করে চলেছে দীর্ঘদিন । এই প্রতিটি সংস্থাই  শৈশবকালীন শিক্ষায় যে সব শিক্ষকরা রয়েছেন তাদের বিশ্বের নতুন শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত করতে সহায়তা করে। এই নথি গুলিকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা আরও ভালো ভাবে শিশুদের বিষয় ভিত্তিক শিক্ষা দিতে সক্ষম হবেন। 
null

মা ও শিশুদের “পুষ্টি সম্পর্কিত সচেতনতার” বিষয়ে অবহিত করা

আমাদের বিদ্যালয় প্রতিটি শিশুকে নিয়মিত পর্যবেক্ষণের দ্বারা তাদের অপুষ্টির প্রাথমিক লক্ষণগুলিকে চিহ্নিত করবে ও সেই শিশুর পিতামাতাকে শিশুটির জন্য পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে জানাবে। এর সাথে সাথে বিশেষজ্ঞদের কাছ থেকে কর্মশালা ও বার্ষিক একটি স্বাস্থ্য চেকআপ ক্যাম্প আমাদের বিদ্যালয় করবে। যার সাহায্যে আমরা প্রতিটি শিশুর পিতামাতাদের কাছে তাদের বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ সম্পর্কে ধারণা করতে ও তা মেনে চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও পদ্ধতি সম্পর্কে অবহিত করবে।
null

নিজের মত প্রকাশের অধিকার

আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর স্কুলে নিজের মত প্রকাশের অধিকার থাকা উচিত। শুধু তাই নয়, একটি শিশুর স্বপ্ন দেখার অধিকার, জীবনে ভাল থাকার অধিকার এবং নির্ভয়ে স্কুল উপভোগ করার অধিকার থাকা উচিত। আমাদের স্কুলের ক্লাস পরিচালনা ও শিক্ষা পদ্ধতি এই প্রতিটি বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে যাতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি হয়।
null

কার্যকরী ‘প্রি-স্কুল’ শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি

আমাদের বিদ্যালয় শিক্ষা পদ্ধতি হিসেবে গল্প-বলা, নাটক, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্পচর্চা, সংগীত এবং “ফেলনা থেকে খেলনা” তৈরি করা এমন নানা পদ্ধতির সাহায্যে শিশুদের শিক্ষা প্রদান করতে উৎসাহী। বিদ্যালয়ের শিক্ষা ও পরিচালনা সংক্রান্ত নথিগুলি সর্বদা “ওয়ার্ক ইন প্রোগ্রেস” (ডাব্লুআইপি) মোডে থাকবে এবং প্রতি বছর আমাদের শিক্ষকরা এই শিক্ষা পদ্ধতির উন্নতি এবং আপগ্রেডেশন করতে থাকবেন। বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির আপডেশনের ক্ষেত্রে বর্তমান শিক্ষক ও বহিরাগত বিশেষ প্রশিক্ষকদের সাহায্য আমরা নেব।

আমাদের স্কুলের সাথে আপনার সম্পর্ক

জানুন কিভাবে আপনার সাহায্য ও সমর্থন আমাদের বিদ্যালয়ের শিশুদের শিক্ষা দেওয়া ও শিক্ষকদের বিশেষ “স্কিল-ডেভেলপমেন্টে” ও স্কুল পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। 
null

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে

আপনি আমাদের বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার, যা রয়েছে তাঁকে আরও উন্নত করতে আমাদের সাহায্য করতে পারেন। শুরুতে আমাদের স্কুল একটি কুঁড়ে ঘরে  ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়। সেখান থেকে বর্তমানে আমাদের বিদ্যালয়ে ৩ টি পড়ার জন্য রুম আমরা তৈরি করতে পেরেছি, যেখানে শিক্ষক ও শিক্ষিকাদের জন্য আলাদা ঘর রয়েছে। আমরা ভবিষ্যতে আমাদের বিদ্যালয়কে আরো বড় ভাবে তৈরি করতে চাই,। বর্তমানে আমরা চাই আমাদের শিশুদের পঠনপাঠনের জন্য আরও ৩ টে ঘর, যা আরও বেশী ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে সমর্থ হবে। আমরা আপনাদের সহায়তা চাই।
null

ফ্রি ওয়ার্কশপ

আমরা শিখতে উৎসাহী। আপনি শিক্ষক, মধু পালক, গায়ক, শিল্পী, অরগানিক ফার্মার, বৈজ্ঞানিক যে কেউই হতে পারেন। জীবনের বেড়ে ওঠার ক্ষেত্রে সব রকমের শিক্ষা, যা আমাদের পৃথিবী চিনতে শেখায়, নতুন করে ভাবতে শেখায়- তা  আমরা শিখতে চাই। আপনি যদি চান, আপনার জীবনের,কাজের, শিক্ষার যে ভাবনা ও মূল্যবোধগুলি রয়েছে, তা আমাদের সাথে ভাগ করে নেবেন, আমাদের শেখাবেন নতুন করে দেখা, আসুন আমাদের স্কুলে, আমরা আপনার কাছ থেকে ও আপনার কর্মশালা থেকে শিখতে আগ্রহী।
null

শিক্ষক সহায়তা

আপনি কি একজন শিক্ষক? অথবা আপনি কি কাউকে চেনেন যিনি ইসিই (ECE) , এসএমই (SME) ও এসএমএল (SML) শিক্ষক ? আমাদের বিদ্যালয়ে এসে আমাদের শিশুদের শেখান। আমরা চাই, তারা নতুন নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিখুক। যাতে তাদের সার্বিক বিকাশ ঘটে। আপনার থেকে আমাদের বিদ্যলয়ের শিক্ষিকারাও শিখবেন, কিভাবে নতুন পদ্ধতি কাজ করে ও আপনার এই সহযোগিতা আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যাবে। আর আপনার বাকী দায়িত্ব আমাদের, বিদ্যাসাগর স্কুলের।
null

শিশু শিক্ষা সংক্রান্ত শিক্ষা-সামগ্রী দিয়ে সহায়তা

আপনি আমাদের বিদ্যালয়ের শিশুদের “রঙিন রংপেন্সিল” থেকে “সাতরঙা স্বপ্নের রামধনু” দিতে পারেন- যা আমাদের নতুন করে দেখতে সাহায্য করবে। শিশু শিক্ষার ক্ষেত্রে, বিভিন্ন লার্নিং টয় থেকে শুরু করে, আই প্যাড, কম্পিউটার, নতুন ইন্ট্যার‍্যাক্টিভ লার্নিং গেমস, এসব আমাদের বিদ্যালয়ের শিশুদের বর্তমান সময়ের উপযোগী শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজে আসবে। আপনার সাহায্য চাই।

আমাদের “প্লে-গ্রাউন্ড”

আমরা শিখি, আমরা পড়ি, আর সঙ্গে খেলা… 

এভাবেই চলছে আমাদের পথ চলা।

 

প্রথিতযশা সঙ্গীত-শিল্পী থেকে চিত্রকর, শিক্ষক থেকে শিল্পী, এদের সাথে আমাদের কাজের, শেখার, ও জানার অভিজ্ঞতা।  হয়তো হাতে গুনলে সংখ্যায় খুবই কম মনে হবে, কিন্তু যে অভিজ্ঞতা আর আনন্দ আমরা পেয়েছি, তা ভাষায় বা সংখ্যায় ধরে রাখা অসম্ভব। আমরা আমাদের ভাবনা, অভিজ্ঞতা ও শিক্ষা- তুলে ধরছি আপনাদের কাছে। আর চাই আপনারাও সামিল হোন আমাদের এই জার্নি-তে। 

টিফিন বাক্সের বই- গ্রামীন শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে আমাদের প্রয়াস

পূর্ব মেদিনীপুরের খেজুরি-২-এর বিদ্যাসাগর নার্সারি স্কুলে, আমরা শিশুদের টিফিনে প্যাকেটজাত স্ন্যাকস এবং কোলা খাওয়ার অভ্যাস বৃদ্ধি লক্ষ্য করেছি। আর অভিভাবক-শিক্ষক কথোপকথনে, আমরা জেনেছি যে (ক) স্বাস্থ্যকর টিফিন বানানোর জন্য মায়েদের পর্যাপ্ত সময় বা ধারণা কোনটাই নেই (খ) প্যাকেজ করা স্ন্যাকসে প্রিজারভেটিভ এবং অস্বাস্থ্যকর দ্রব্য যা রয়েছে তার খারাপ প্রভাব সম্পর্কে সবাই সচেতন নয় (গ) বাচ্চারা চেনা ছকের স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করে না।
“টিফিন বাক্সের বই” – হল আমাদের সেই চ্যালেঞ্জ সমাধানের জন্য একটি পরীক্ষামূলক প্রচেষ্টা। আপনারা ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে বাকীদের সাথে শেয়ার করুন।

বিদ্যাসাগর নার্সারি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান , ২০২২

“চিত্ত যেথা ভয়শূন্য , উচ্চ্ যেথা শির। “

বিগত বছরের COVID-19 মহামারীর কারণে আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান আমরা করে উঠতে পারিনি। তাই এক বছরের বিরতির পর আমরা আমাদের বার্ষিক সাংস্কৃতিক দিবস উদযাপন করছি. তুরীয় ফাউন্ডেশনের কর্ণধার শ্রী সন্দীপ মাইতির বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ের বিগত এক বছরের পথ চলা, শিক্ষা ভাবনা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে জেনেছি।

লার্নিং কিট - আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা

বিদ্যাসাগর নার্সারি, চৌদ্দচুলিতে শিক্ষকদের সাথে কাজ করা সবসময়ই আনন্দের বিষয়। তাদের শেখার ইচ্ছে ও প্রচেষ্টা যেকোনো ‘পাবলিক স্কুল’ কর্মীদের লজ্জায় ফেলতে পারে। প্রতিদিন আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা নতুন আইডিয়া পাই কিভাবে আরো ভালো করে আমরা আমাদের ছাত্রছাত্রীদের পড়াতে পারি এবং সেখানে লার্নিং কিট-এর সাহায্যে প্রি প্রাইমারিতে শিশুদের পড়ান ও তার অভিজ্ঞতার কোট্রাহাই আমাদের জানিয়েছেন আমাদের স্কুলের শিক্ষিকা , এই ভিডিওতে। আমরা আমাদের গ্রাম ও আমাদের শিশুদের পরিপার্শের কথা মাথায় রেখে নতুন করে লার্নিং কিট তৈরী করেছি, যাতে আরো সহজেই শিশুরা এই মেমোরি গেম এর মাধ্যমে পড়াশোনায় উদ্বুদ্ধ হয়.

মেকারস ক্যাম্প-২০২১

আমাদের বিদ্যাসাগর নার্সারি স্কুলে আমরা স্কুলের বর্তমান ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের বন্ধুদের জন্য একটি শীতকালীন ক্যাম্প আয়োজন করেছি। “মেকারস ক্যাম্প” নামের এই 5 দিনের ওয়ার্কশপে আমরা অংশগ্রহণকারী সমস্ত বাচ্চাদের মধ্যেকার যে “মেকারস স্পিরিট” রয়েছে, তাকে তাদের সামনে নিয়ে আসতে ও তাদের সহজে খেলার ছলে, আনন্দের সাথে নতুন করে নতুন কিছু শিখতে ও শেখাতে এই ক্যাম্পের আয়োজন করেছি। আমরা আশা রাখছি, এই ক্যাম্প থেকে আমরা ভবিষ্যতের ইয়ং মেকারদের খুঁজে পাবো। আমাদের আশেপাশের গ্রামে এবং সম্ভবত সমগ্র জেলায় এটি প্রথম এই ধরনের একটি উদ্যোগ নিয়েছি আমরা।

বিদ্যাসাগর নার্সারি স্কুল , ২০২১-২০২২

2017 সালে প্রতিষ্ঠিত, বিদ্যাসাগর নার্সারি স্কুল শিশু শিক্ষার উপর বিশেষভাবে জোর দেওয়ার জন্যই শুরু হয়েছিল। আমাদের গ্রামের কিছু সহায়ক মহিলার শিক্ষিকাদের সহায়তায়, অনিমেষ দাস এই স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসাবে কাজ শুরু করেছিলেন। আজ আপনারা যে স্কুল দেখছেন, তার পিছনে আমাদের এই শিক্ষিকাদের ৫ বছরের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও প্রচেষ্টা রয়েছে। তুরীয় ফাউন্ডেশনের সহায়তায় বিগত বছর 2021-22 সালে,আমরা বিদ্যালয়ের শুধুমাত্র পরিকাঠামোর ক্ষেত্রেই নয়, বিশ্বের সেরা শিশু শিক্ষা কিভাবে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছনো যায়, তার চেষ্টা ক্রমাগত করে চলেছি। আমরা শিশু শিক্ষায় বদল আনতে চাই, আমাদের গ্রামে। যাতে প্রত্যেক শিশু বিশ্ব মানের শিক্ষা গ্রামে বসেই পেতে পারে।

“স্কুলের-গান”-তৈরির গল্প

বিখ্যাত গায়ক ও সুরকার সুরজিত চ্যাটার্জীর সাথে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছে এই গান। গল্প হ’ল, এই সবই হয়েছে “জুম ভিডিও মিট” আর একটা “ভয়েস- রেকর্ডার” দিয়ে। নতুন ভাবনা, ইচ্ছে আর স্বপ্ন পূরণের পিছনের গল্প। আর এই কাজে সুরজিত-বাবু তার অভিজ্ঞতার আর গান তৈরির গল্প জানিয়েছেন।

অ্যালেক্সার সাথে একদিন- “টেকনোলজি ফর গুড”

আমাদের বিদ্যালয়ে ইন্টারনেটের সুবিধা রয়েছে, আর তারই সাহায্য নিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শুরু করেছি “স্পোকেন-ইংলিশ” ক্লাস। আর সেখানে যেদিন অ্যালেক্সা আসে, সেদিন কি হয়েছিল? তাঁরই গল্প আছে এখানে। মুখে মাস্ক পরিহিত অবস্থায় অ্যালেক্সাকে নিজেদের প্রশ্ন বোঝাতে শুরুর দিকে আমাদের ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হলেও পরে তা তারা কিভাবে মানিয়ে নেয়, তারই গল্প। আর এর পর থেকে অ্যালেক্সা যে আমাদের প্রত্যেক “স্পোকেন ইংরেজির” ক্লাসে আসবে সেকথাও সে জানিয়েছে! একেই হয়তো বলে “টেকনোলজি ফর গুড”। #technologyforgood

“নৃত্য-শিক্ষা”র মাধ্যমে

একটি শিশুর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নাচের মাধ্যমে শিক্ষা একটি প্রচলিত ও প্রমানিত পদ্ধতি। নাচের মধ্যে দিয়ে সেলফ-কনফিডেন্স বৃদ্ধি ও মনোনিবেশ করার ক্ষমতা বাড়ে। আমাদের গ্রামের নৃত্য শিক্ষক মাধব স্যার তার ক্লাসে, যোগ-ব্যায়াম ও নৃত্যের মেলবন্ধন ঘটিয়ে শিশুদের শেখান। আর শিশুদের উৎসাহে এই ক্লাস আরও ভালো করবে আমাদের বিশ্বাস।

একটি ৩ বছরের শিশু ও “লার্নিং-কিট” - প্রথমবারের অভিজ্ঞতা ও শিক্ষা

আমাদের স্কুলের শিশুরা এর আগে কখনও “লার্নিং-কিট” বা  “এডুকেশনাল-টয়েজ” ব্যবহার করেনি। প্রথমবার তাদের অভিজ্ঞতা কিরকম ছিল, সেটার গল্প এখানে। আমরা চেয়েছিলাম দেখতে যে তারা কিভাবে এর ব্যবহার করতে পারে। বাংলায় “শব্দ-জব্দ” ও  ইংরিজিতে “ফ্ল্যাশকার্ডের” মাধ্যমে আমরা শিশুদের শেখানোর চেষ্টা করেছি। প্রথমবারের জন্য এই শিশুটির উদ্যম ও জিনিষ চিনতে পারার ক্ষমতা আমাদের এটাই বুঝিয়েছে যে, শিশুদের শিক্ষায় এই পদ্ধতি কতটা গুরত্বপূর্ণ। আমাদের স্কুলে এই ধরণের পদ্ধতির ব্যবহার আমরা করছি এবং করব শিশুশিক্ষার উন্নয়নের জন্য। সময়ই হয়তো বলে দেবে আমরা কতটা সফল।

ওয়ার্কশপ

ongoing workshop

“আত্ম-শিক্ষার” কর্মশালা

১৮ই জুলাই- ১৮ই অগাস্ট, ২০২১
past workshop

চারুকলার মাধ্যমে শিক্ষা

২২/৪/২০২১- ২৪/৪/২১
upcoming workshop

খেলার ছলে শিক্ষা

আসন্ন কর্মশালা

ক্লাস-রুম

এটা আমাদের ক্লাস-রুম। আমাদের শেখা-জানা, বোঝা-শোনা, স্বপ্ন দেখার জায়গা। আমাদের ক্লাসরুমে আপনাকে ওয়েলকাম।
0
বছর
0
ছাত্রছাত্রী
0
শিক্ষক-শিক্ষিকা
0
কর্মশালা প্রশিক্ষণ

আমাদের শিক্ষক-শিক্ষিকারা

“বিদ্যা হল সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণসাধন করে।”

~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

যোগাযোগ

+91 86952 11268

অনিমেশ দাস
প্রধান-শিক্ষক

vidyasagarnurseryschool@gmail.com

বিদ্যাসাগর নার্সারী স্কুল

চৌদ্দচুলী,খেজুরী-২,পূর্ব মেদিনীপুর- ৭২১৪৩২,পশ্চিমবঙ্গ

সোমবার- শুক্রবার (সকাল ৮.০০- দুপুর ২.০০ )

Turiyo Foundation