সুদীপ মাইতি, চারুকলা মাধ্যমে শিক্ষা (আর্ট ইন এডুকেশন) ব্যবহারের কিছু অভিনব উপায় নিয়ে আলোচনা করেছেন এই কর্মশালায়। একজন দক্ষ চিত্রশিল্পী সুদীপবাবু বিদ্যাসাগর নার্সারিতে আমাদের শিক্ষকদের ‘Art in Education’ এই পদ্ধতির সঠিক ব্যবহারের দক্ষতা অর্জনে সহায়তার জন্য একটি দীর্ঘমেয়াদী সমন্বয়ের প্রতিশ্রুতি দেন। এই কর্মশালায় সুদীপ বাবু, আমাদের শিক্ষিকাদের Sustainable and Educative Toys বানানো ও তার ব্যবহার সম্পর্কে জানিয়েছেন।
“ইন্টিগ্রেটেড লার্নিং” ও তার একটি প্রিয় ধারণা – “ফেলনা থেকে খেলনা” – এই ছিল এই কর্মশালার মূল ভাবনা। একজন খ্যাতনামা চিত্রশিল্পী হিসেবে আমাদের বিদ্যালয়ের সঙ্গে তার এই যোগাযোগ আমাদের ভবিষ্যতে তার কাছ থেকে আরও নতুন কিছু শিখতে আগ্রহী করেছে।