
খেলার ছলে শিক্ষা বা শিক্ষাকে খেলার মাধ্যমে একটি শিশুর কাছে তুলে ধরা বহুলভাবে প্রচলিত ও প্রমাণিত একটি পদ্ধতি। কিন্তু আপনারা জানেন কি, যে প্রতিটি শিক্ষক ও আপনারা যারা একে অপরের সহকর্মী তারাও খেলার মাধ্যমেই একে অপরের থেকে শিখতে পারেন?
এই আসন্ন দুই দিনের কর্মশালায় আমরা কয়েকটি ছোট ছোট দল বা গ্রুপ বানিয়ে শিক্ষকদের মধ্যে এই পদ্ধতির সাহায্যে নতুনভাবে কিছু শেখার চেষ্টা করব।
- প্রতি শিক্ষক যাতে আরও বেশী করে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।
- সব শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার
- এই নতুন পদ্ধতিকে আত্মস্থ করে শিশুদের সাথে তার সঠিক ব্যবহার
- পড়ানোর সময় যে কোন রকমের অবস্থায় নিজেকে শান্তভাবে মানিয়ে নিয়ে শিশুদের পড়ানো
- প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে নানা নতুন পদ্ধতির সাহায্যে ক্লাসরুমের অসুবিধা-গুলিকে সামলানো ও সাথে সাথেই তার সমাধান করা।
এই কর্মশালাটির মূল উদ্দেশ্যই হবে, শিক্ষক ও শিক্ষিকারা যারা এই স্কুলে পড়ান তাদের মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক তৈরি করতে সাহায্য করা যাতে-
- শিক্ষক ও শিক্ষিকারা যাতে একে অপরের থেকে শিখতে উৎসাহী হন, যা তাঁদের নিজেদের মধ্যেই একটি পারস্পরিক বন্ধুত্বের পরিবেশ তৈরি করতে পারবে।
- সহকারী ও সহকর্মী হিসেবে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা।
- ক্লাসের সেরা মুহূর্তগুলি একে অপরের সাথে ভাগ করে নেওয়া।
- নিজেদের জানা বোঝার পরিধিকে আরো একে অপরের সাথে ভাগ করে নেওয়া ।
এই ওয়ার্কশপটি বা কর্মশালাটি শিক্ষক ও শিক্ষিকাদের একসাথে ক্লাসরুমে ঘটে চলা নানা রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ও তাকে বুদ্ধিমত্তার সাথে কিভাবে সামলে উঠতে হয়, তাঁর একটি সহজ পাঠ হয়ে উঠবে বলে আমরা আশা রাখি।